শুক্রবার থে‌কে মে‌ট্রো‌রেলের সব স্টেশন চালু

সমকাল ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ১৭:০১

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হচ্ছে আগামীকাল শুক্রবার। এর মাধ্যমে এমআর‌টি-৬ লাইনের দিয়বা‌ড়ী-আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবকটিতেই ট্রেন থামবে এবং যাত্রী উঠানামা করবে। আগামী ৫ এপ্রিল থেকে ট্রেন চলাচল করবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।


বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা কোম্পা‌নির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. ছিদ্দিক। রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


তিনি বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলোই চালু করার প্রতিশ্রুতি পূরণ হ‌চ্ছে।   বর্তমান সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলছে। আগামী জুলাই মাসে ভোর থেকে মধ‌্যরাত পর্যন্ত চল‌বে ট্রেন। সারা‌দিন ট্রেন প‌রিচালনার প্রস্তুতি হি‌সে‌বে ৫ এপ্রিল থে‌কে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চল‌বে। 


৩৩ হাজার ৪৭৩ কো‌টি টাকা ব‌্যয়ে উত্তরার দিয়াবা‌ড়ী থে‌কে কমলাপুর পর্যন্ত ২১ দশ‌মিক ২৬ কি‌লো‌মিটার দীর্ঘ এমআর‌টি-৬ লাইন নির্মাণ চল‌ছে। গত ২৮ ডি‌সেম্বর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ১১ দশমিক ৭৩ কি‌লো‌মিটার দীর্ঘ আগারগাঁও-দিয়াবাড়ী অং‌শে ট্রেন চলাচ‌লের উদ্বোধন ক‌রেন। শুরু‌তে এই দুই স্টেশ‌নের ম‌ধ্যে ট্রেন চল‌লেও, পরবর্তী তিন মা‌সে পর্যায়ক্রমে উত্তরা সেন্টার, পল্লবী, মিরপুর ১০, ‌মিরপুর-১১ এবং কাজীপাড়া স্টেশন চালু হ‌য়ে‌ছে। চল‌তি মা‌সে আগারগাঁও-দিয়াবাড়ী অং‌শের বা‌কি চার স্টেশন চালু হ‌বে।


ডিএম‌টি‌সিএল আশাবাদী আগামী ডিসেম্বরে ৮ দশ‌মিক ৩৭ কি‌লো‌মিটার দীর্ঘ আগারগাঁও-মতি‌ঝিল অংশ চালু হ‌বে। সংবাদ স‌ম্মেল‌নে ব‌্যবস্থাপনা প‌রিচালক জা‌নি‌য়ে‌ছেন, আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ  শেষ পর্যায়ে রয়েছে। সাত‌টি স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ। 


প্রকল্প প‌রিকল্পনা অনুযায়ী, ২০২৫ সা‌লের জু‌নে ১ দশ‌মিক ১৬ কি‌লো‌মিটার দীর্ঘ ম‌তি‌ঝিল-কমলাপুর অংশ চালু হ‌বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও