কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোমর ব্যথায় ম্যালিগনেন্সি ও বোন টিউবারকোলোসিস কেন গুরুত্বপূর্ণ

দেশ রূপান্তর প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ১২:১৮

কোমর ব্যথার একটি বিষয় হলো ম্যালিগনেন্সি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ম্যালিগনেন্সি অথবা টিউবারকোলোসিস খুবই ঝুঁকিপূর্ণ রোগ। এর লক্ষণ দেখা দিলে সতর্ক থাকতে হবে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একদমই দেরি করা যাবে না।


লক্ষণ


ম্যালিগনেন্সি বা ক্যানসারের কারণে যে ব্যাকপেইন হয় তা সাধারণত বয়স্কদের দেখা দেয়। এর ফলে তীব্র ব্যথাও হয়। অনেক সময় রাতে রোগীর ঘুমাতে ও বসতে কষ্ট হয়। এর সঙ্গে সঙ্গে ওজন কমতে থাকে, ক্ষুধামন্দাভাব দেখা দেয়। অনেক সময় রোগী প্যারালাইস্ট বা অবশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে আসে। দুই পা অচল হয়ে যায়। কোনো কোনো রোগীর বাউল ব্লাডার সমস্যা হয়। প্রস্রাব আটকে অথবা মলদ্বারের নিয়ন্ত্রণ থাকে না। সুতরাং ম্যালিগনেন্সিও ব্যাকপেইনের সবচেয়ে খারাপ একটি কারণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও