দেশে বেকারের সংখ্যা ও হার দুটিই কমেছে

সমকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ১১:০১

দেশে বেকারত্বের হার কমেছে। এ হার এখন মোট জনসংখ্যার ৩ দশমিক ৬ শতাংশ, যা পাঁচ বছর আগে ছিল ৪ দশমিক ২ শতাংশ। কমেছে বেকার মানুষের সংখ্যাও। দেশে বেকারের সংখ্যা এখন ২৬ লাখ ৩০ হাজার। পাঁচ বছর আগে ছিল ২৭ লাখ। অর্থাৎ গত পাঁচ বছরের ব্যবধানে দেশে বেকার কমেছে ৭০ হাজার।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) শ্রমশক্তি জরিপের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘শ্রমশক্তি জরিপ ২০২২’ শিরোনামের প্রতিবেদনটি গতকাল বুধবার প্রকাশ করা হয়। রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এতে বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও শ্রমসচিব এহছানে এলাহী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও