ঈদের আগে ৯ এপ্রিল থেকে নতুন নোট

সমকাল প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ১১:০১

ঈদের আগে নতুন নোট বিনিময়ে এবারও বিশেষ কাউন্টার খোলা হবে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সব শাখা অফিস এবং বাণিজ্যিক ব্যাংকে ঢাকার ৪০টি শাখা থেকে নোট বিনিময় করতে পারবেন আগ্রহীরা। আগামী ৯ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মিলবে এ সেবা।


গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পবিত্র রমজানে ব্যাংকিং সময়সূচির আলোকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন সময়ে নোট বিনিময় করা যাবে। একজন ব্যক্তি ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের একটি করে বান্ডেল তথা একশ পিস করে মোট ৮ হাজার ৫০০ টাকা বিনিময় করতে পারবেন। গত বছর ১০০ টাকার নোট ছিল, যা এবার নেই। অন্যদিকে কয়েক বছর পর এবার ৫ টাকার নোট অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নোট বিনিময়ের সময় কেউ চাইলে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও