‘রুচির দুর্ভিক্ষ’কে আমন্ত্রণ জানালো কারা?
জ্ঞান দিতে পয়সা লাগে না। লাগলে হয়তো আমরা কিছুটা হিসাবি হতাম। বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোটামুটি জনসংখ্যার কাছাকাছি। আর তাই তো ফ্রিতে জ্ঞান দিতে কার্পণ্য করি না আমরা। যে কোনো বিষয়ে কথা বলার আগে ভাবি না যে এ বিষয়টাতে কথা বলার মতো যোগ্যতা বা সেই শিক্ষাটা আমার আছে কি না।
এই যে অবাধে মত প্রকাশের মাধ্যম এটাই আজ সমাজ থেকে ব্যক্তি পর্যায়ে প্রভাব ফেলছে। এখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে চাইনি। ভুল বোঝার অবকাশ নেই। বলতে চেয়েছি মত প্রকাশের আগে যে ‘ভাবনাবোধ’ যে ‘ঔচিত্যবোধ’ কাজ করা উচিত বা কোনো বিষয়ে কথা বলার আগে যে ‘যোগ্যতা’ অর্জন করা উচিত সেটির অভাবের কথা।
- ট্যাগ:
- মতামত
- ইন্টারনেট ব্যবহার
- দুর্ভিক্ষ