You have reached your daily news limit

Please log in to continue


বালকার সিংয়ের হ্যাটট্রিকে কম্বাইন্ডের জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে আজ বুধবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে গোলবন্যা দেখেছেন মাঠে উপস্থিত দর্শকরা।

দিনের প্রথম ম্যাচে বালকার সিংয়ের হ্যাটট্রিকে রায়ের বাজার এসিকে ৬-৩ গোলের ব্যবধানে পরাজিত করেছে কম্বাইন্ড এসসি। অপর ম্যাচে বিশালের হ্যাটট্রিকে শান্তি নগরের বিপক্ষে ৭-২ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে শিশু-কিশোর সংঘ।

লিগে পরাজয়ের বৃত্ত ভাঙতেই পারছে না রায়ের বাজার। হারের ধারাবাহিকতা ধরে রেখেছে কম্বাইন্ডের বিপক্ষেও। আজ কম্বাইন্ডের জালে ৩ গোল পুরলেই দলের পরাজয় ঠেকাতে পারেনি দলটি। ম্যাচের দ্বিতীয় মিনিটে রাকিবের গোলে এগিয়ে যায় কম্বাইন্ড (১-০)।  

মিনিট তিনেক পর বালকার সিং ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। পরের মিনিটে আবারো গোলের আনন্দ কম্বাইন্ড শিবিরে। রাকিব আরেকটি গোল করে ব্যবধান ৩-০- তে নিয়ে যান। টানা তিন গোল হজম করে টনকনড়ে রায়ের বাজারের খেলোয়াড়দের। ম্যাচের ১৪তম মিনিটে মিঠুর গোলের ব্যবধান কমিয়ে ৩-১- এ নিয়ে আসে। এক গোল খেয়ে পর পর আরো তিন গোল রায়ের বাজারের জালে পুরে কম্বাইন্ড।  

১৮তম মিনিটে বালকার সিং কম্বাইন্ডের হয়ে চতুর্থ এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন (৪-১)। ১৯তম মিনিটে রোমানের গোলে ব্যবধান ঠেকে ৫-১ গোলের। এরপর ২৯তম মিনিটে বালকার সিং আরো একটি গোল করে ব্যবধান নিয়ে যান ৬-১ গোলের। এই গোল করার মধ্য দিয়ে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন কম্বাইন্ডের এই ভারতীয় রিক্রট।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন