কৃত্রিম বুদ্ধিমত্তার ড্যাশ ক্যাম

প্রথম আলো প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১৬:০৪

গাড়ি চালানোর সময় সামনের দৃশ্য ধারণ করতে ড্যাশ ক্যাম (ক্যামেরা) ব্যবহার করেন অনেকেই। গাড়ির উইন্ডশিল্ডে (সামনের কাচ) যুক্ত করে ব্যবহারের সুবিধা থাকায় চলন্ত বা থেমে থাকা গাড়ির সামনের সব দৃশ্য ধারণ করতে থাকে ড্যাশ ক্যাম। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে সহজেই প্রকৃত ঘটনা জানা যায়। তবে বেশির ভাগ ড্যাশ ক্যাম কম আলোতে ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করতে পারে না। এ সমস্যার সমাধান দেবে ৭০ এমএআই ড্যাশ ক্যাম ওমনি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই ড্যাশ ক্যাম কম আলোতে ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করতে পারে।


৭০ এমএআই ড্যাশ ক্যাম ওমনি মডেলের ড্যাশ ক্যামটি স্বয়ংক্রিয়ভাবে ৩৬০ ডিগ্রি ঘুরে গাড়ির চারপাশের ছবিও তুলতে পারে। ফলে পার্কিংয়ে থাকা অবস্থায় অন্য গাড়ি ধাক্কা দিলে সে দৃশ্যও স্বয়ংক্রিয়ভাবে ধারণ করতে পারে ড্যাশ ক্যামটি। শুধু তা–ই নয়, গাড়িতে কেউ না থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আশপাশে থাকা অবাঞ্ছিত ব্যক্তিদের নড়াচড়া শনাক্ত করে ভিডিও ধারণের পাশাপাশি গাড়ির ইমার্জেন্সি বাতি জ্বালিয়েও সবাইকে সতর্ক করে। ড্যাশ ক্যামটির দাম ১৮৫ ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও