সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আগেই লোকসভার সদস্যপদ ফিরে পেলেন এনসিপির ফয়জল
ভারতের লাক্ষাদ্বীপের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) মহম্মদ ফয়জলের লোকসভার সদস্যপদ আজ বুধবার ফিরিয়ে দেওয়া হয়েছে।
গত ১৩ জানুয়ারি ফয়জলের লোকসভার সদস্যপদ খারিজ করা হয়েছিল। বারবার চেয়ে সদস্যপদ ফেরত না পেয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আজ সুপ্রিম কোর্টে ফয়জলের আবেদনের ওপর শুনানি শুরুর কিছু আগে তাঁর সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় লোকসভার সচিবালয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, তাহলে কি স্রেফ রাজনৈতিক কারণে ফয়জলের সংসদ সদস্যপদ এত দিন ফিরিয়ে দেওয়া হচ্ছিল না? লোকসভা সচিবালয়ের এই সিদ্ধান্তের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক ভাগ্যও জড়িয়ে গেল বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ফেরত
- সংসদ সদস্যপদ