You have reached your daily news limit

Please log in to continue


কঠিন পথ পেরিয়ে সফল উদ্যোক্তা নওরীন

নওরীন আহমেদ। উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত এ তরুণীর সফলতম প্রতিষ্ঠানের নাম ‘সিগনেচার লাইফস্টাইল’। বলা হয়ে থাকে, নওরীনের ফ্যাক্টরিতে তৈরি পোশাক বিক্রি হয় দেশের নামিদামি অনেক ফ্যাশন ব্র্যান্ডে। বাবার মৃত্যুর পর সংসার যখন চলছিল না ঠিকমতো; তখন সারাদিন না খেয়ে কাজের সন্ধান করেছেন। এমন সময়েই তার ব্যবসায়ের অনুপ্রেরণা, নিত্যদিনের পরামর্শক রিপন আহমেদ সাকিবের আবির্ভাব। যিনি সফল ব্যবসায়ী।

নওরীনকে শিখিয়েছেন কঠিন পথে সহজে কীভাবে এগিয়ে যেতে হয়। রাজধানীর উত্তরায় তার অফিসে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন উদ্যোগ ও সফলতাসহ বিভিন্ন বিষয়ে। সাক্ষাৎকার নিয়েছেন বেনজির আবরার— জাগো নিউজ: প্রথমেই নিজের সম্পর্কে পাঠকদের বলুন— নওরীন আহমেদ: আমি ছোটবেলা থেকেই ব্যবসা এবং ক্যারিয়ার গড়ার প্রতি আগ্রহী। বয়স যখন ১৫ বছর; তখন থেকেই আমি নিজেকে গুছিয়ে নেওয়া শুরু করি। আমার জীবনের আদর্শ আমার বাবা। তার থেকে শিখেছি অনেক কিছু। তার স্বপ্ন নিয়েই আসলে বড় হওয়া। মা আর বড় বোন নিয়ে আমার ছোট্ট সংসার এখন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন