কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সগিরা মোর্শেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

জাগো নিউজ ২৪ সিদ্ধিরগঞ্জ প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১৪:০১

রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বুধবার (২৯ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এ দিন ধার্য করেন।


এ দিন সগিরা মোর্শেদের ভাই ডাক্তার শামীম আকা নেওয়াজকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এদিন তার জেরা শেষ হওয়ায় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৪ এপ্রিল দিন ধার্য করেন। এর আগে ১৬ মার্চ তার জবানবন্দি শেষ হয়। মামলাটিতে এখন পর্যন্ত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ১৯৮৯ সালের ২৫ জুলাই মারুফ রেজা ও আনাস মাহমুদ সগিরাকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় মামলা করেন সগিরার স্বামী। ২০২০ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও