
ইনস্টাগ্রামে রিল বানিয়ে উপার্জন
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১১:৪৮
অনেকেই রিল থেকেই উপার্জন করছেন। তবে একাধিক রিল বানিয়েও কেউ কেউ হতাশ। কিছুতেই অধিকসংখ্যক মানুষের কাছে পৌঁছে না রিল। কয়েকটি বিষয় খেয়াল রাখলে রিলও অনেক মানুষের কাছে পৌঁছবে।
ট্রেন্ডিং গান ব্যবহার : প্রিয় গানে নয়, ইনস্টাগ্রামে রিল তৈরি করুন সেই সব গান ট্রেন্ডে বা ভাইরাল হয়েছে সেই সব গানে। সেই গানে ভিন্ন কনসেপ্টে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করলে বাড়বে আপনার পোস্টের ভিউ।
যত ভিডিও ততই রিচ বৃদ্ধি : একটু বুদ্ধি খরচ করলে বুঝতে পারবেন, ভাল ভিডিওর থেকেও বেশি সংখ্যায় ভিডিও দেওয়ার ওপর মন দিলে ভিউ বাড়বে। একটি করে রিল দিতেই হবে প্রতিদিন। যত ভিডিও দেবেন, ততই রিচ বাড়বে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
১ বছর, ২ মাস আগে