![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/03/online/facebook-thumbnails/medicine-samakal-63a3dbb70ac38-samakal-6423c266623a6.jpg)
নকল ওষুধ: ভারতে ১৮ কোম্পানির লাইসেন্স বাতিল
ভারতে নকল ওষুধ তৈরির অভিযোগে ১৮টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। ২০টি রাজ্যের ৭৬টি প্রতিষ্ঠানে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) ঝটিকা অভিযান চলানোর পর এসব কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়।
মঙ্গলবার ডিসিজিআই-এর কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে জানা যায়, এর পাশাপাশি হিমাচল প্রদেশে ৭০টি, উত্তরাখণ্ডে ৪৫টি এবং মধ্যপ্রদেশে ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।আরও পড়ুন: ভারতের ১৭ ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেপাল-গাম্বিয়ারপ্রসঙ্গত, উজবেকিস্তানে ভারতে তৈরি দুটি কাশি ও সর্দির সিরাপ সেবনের পর শিশুমৃত্যুর খবরের পর নড়েচড়ে বসেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ওষুধ কোম্পানি
- নকল ওষুধ