You have reached your daily news limit

Please log in to continue


আপনি মিশুকে, চাপা নাকি সম্পর্কে খোলামেলা, তা বলে দিতে পারে আপনার নাভির আকার

কথায় বলে মানুষের চরিত্রের নাকি বিভিন্ন স্তর রয়েছে। যা বাইরে থেকে দেখে বা কথা বলে চট করে বোঝা মুশকিল।

দেহের গঠন, কথা বলার ভঙ্গি দেখে খানিকটা আন্দাজ করা গেলেও সেই ধারণা যে সব সময়ে সঠিক হবে, এমনটাও নয়। কিন্তু দেহের বিশেষ একটি অঙ্গের আকার বলে দিতে পারে আপনি মানুষটি কেমন। সেটি হল নাভি। নাভির আকার নিয়ে গবেষণাও হয় বিস্তর। ইংরেজিতে যাকে বলে ওমফেলোম্যানসি।

নাভির আকৃতি দেখে কোনও ব্যক্তির মানসিক গঠন ও ব্যক্তিত্ব সম্পর্কে অনেক ধারণাই পাওয়া সম্ভব। শুধু কি তাই? কোন ব্যক্তির আয়ু ঠিক কতটা, সে সবও নাকি বলা আছে ‘আন্ডারস্ট্যান্ড ইয়োরসেল্ফ থ্রু ইওর নাভাল’ বইটিতে। কিন্তু জানেন কি, মানবদেহের এই ছোট্ট অঙ্গের কত প্রকার?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন