কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১০ দিনের বিতর্কিত সফরে তাইওয়ানের প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৯:০৬

চীনের সঙ্গে উত্তেজনা থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রসহ মধ্য আমেরিকায় ১০ দিনের জন্য সফরে গেছেন স্বায়ত্বশাসিত দ্বীপ তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। যুক্তরাষ্ট্রে তিনি যাত্রা বিরতিতে অবস্থান করবেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি ছাড়াও কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার। তাইপের একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার (২৯ মার্চ) তিনি রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন। গুয়াতেমালা ও বেলিজেও সফর করবেন।


যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তাওয়ানের সরকারি নাম রিপাবলিক অব চায়না (আরওসি)। বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বীপটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে চীন এবং শিগগিরই চীনের সঙ্গে একত্রীকরণ করা হবে বলে জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন ও স্বায়ত্বশাসিত হিসবে দাবি করছে। এমন অবস্থায় চীনের হুমকি সত্ত্বেও তাইপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে অঞ্চলটিতে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও