![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-03%252F0b38877d-6312-4a63-887d-33de40a2a25d%252FApple_Music_Classical_apple.png%3Frect%3D0%252C11%252C747%252C420%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
ধ্রুপদী গানের অ্যাপ আনল অ্যাপল
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ২০:০৪
সংগীতপ্রেমীদের দেশ–বিদেশের জনপ্রিয় ধ্রুপদী গান শোনার সুযোগ দিতে ‘অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল’ নামের স্ট্রিমিং অ্যাপ চালু করেছে অ্যাপল। অ্যাপস্টোর থেকে অ্যাপটি নামিয়ে বিভিন্ন ভাষার ধ্রুপদী গান শোনা যাবে। শুধু তা-ই নয়, চাইলে শুধু ধ্রুপদী সুর শোনারও সুযোগ মিলবে। আইওএস ১৫.৪ থেকে পরবর্তী সংস্করণের চলা আইফোনে অ্যাপটি ব্যবহার করা যাবে।
ধ্রুপদী গানের আলাদা অ্যাপ তৈরির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছিল অ্যাপল। এ জন্য ২০২১ সালে ধ্রুপদী গানের স্ট্রিমিং প্রতিষ্ঠান প্রাইমফোনিক কিনে নেয় প্রতিষ্ঠানটি। অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল অ্যাপটি মূলত প্রাইমফোনিকের কারিগরি ও তথ্যভান্ডার কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মোবাইল অ্যাপ
- গান শোনা
- অ্যাপল
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে