কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এশিয়ায় উড়োজাহাজের টিকিটের দাম বেশি কেন

প্রথম আলো প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১৮:৩৩

করোনা মহামারি অনেকটা স্তিমিত। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ। আকাশে ফিরেছে উড়োজাহাজ। শুরুতে প্রচুর ভিড় থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখনো উড়োজাহাজের টিকিটের দাম অনেক বেশি।


স্কাইস্ক্যানার ট্রাভেল ইনসাইটের তথ্য বলছে, ২০১৯ সালের ফেব্রুয়ারির তুলনায় গত ফেব্রুয়ারিতে এই অঞ্চলে টিকিটের দাম ৩৩ শতাংশ বেশি ছিল। অথচ একই সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকায় যথাক্রমে টিকিটের দাম বেড়েছে ১২ ও ১৭ শতাংশ।


কিছু কিছু ক্ষেত্রে চার বছর আগের তুলনায় এখন যাত্রীদের বিমানের ভাড়া দ্বিগুণ গুনতে হচ্ছে।  


আমেরিকান গ্লোবাল বিজনেস ট্রাভেলের (অ্যামেক্স জিবিটি) হিসাব অনুযায়ী, ২০১৯ সালে প্যারিস থেকে সাংহাইয়ে বিজনেস শ্রেণির টিকিটের দাম ছিল ৫ হাজার ৬৫০ মার্কিন ডলার (১০৭ টাকা ডলার হিসাবে ৬ লাখ ৪ হাজার ৫৫০ টাকা)। এখন সেই টিকিটের দাম দ্বিগুণ ১১ হাজার ৫০০ ডলার (১২ লাখ ৩০ হাজার ৫০০ টাকা)।
অ্যামেক্স জিবিটি বলছে, সিঙ্গাপুর থেকে সাংহাই যাওয়ার বিমান টিকিটের দামও ২০১৯ সালের তুলনায় এখন দ্বিগুণ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও