ছেঁড়া জিন্স: দ্রোহ থেকে ফ্যাশনে
ডেইলি স্টার
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১৩:৫৪
ঊনবিংশ শতাব্দীতে শ্রমিক শ্রেণির মানুষেরা ডেনিম জিন্সের ব্যবহার শুরু করে। তারপর থেকে ডেনিম জিন্স সময়ের দীর্ঘ পরিক্রমায় বারবার বিভিন্ন সামাজিক আন্দোলনের উল্লেখযোগ্য এক উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। বিগত দেড় শ বছর ধরে ডেনিম জিন্স টিকে আছে প্রবলভাবে। ব্যবহৃত হয়েছে সামাজিক প্রথার বিরুদ্ধে দ্রোহের প্রতীক হিসেবে। অবিচ্ছেদ্য অংশ হয়েছে ফ্যাশনের।
আমেরিকায় যখন শিল্পায়নের স্রোত জাগে, নগরায়নের ঢেউ ওঠে, গ্রামের মানুষেরা তখন বড় বড় শহরে ভিড় করে। তারা শুনতে পায় শহরে একের পর এক কারখানা বসছে। সেখানে গেলেই জুটবে নিশ্চিত চাকরি। তাই তারা ভিড় করে শহরে শহরে।