![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/03/28/rain-dhaka.jpg?itok=vZXWzWCy×tamp=1679982500)
ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
আগামী ২৪ ঘণ্টায় দেশের ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে আবহওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।'
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।