মিশরে পশুর হাজার হাজার মমির সন্ধান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১১:৫২

দক্ষিণ মিশরের প্রাচীন শহর অ্যাবিডোসে ফারাও রাজা রামসেস দ্বিতীয় এর মন্দিরে টলেমাইক যুগের অন্তত দুই হাজার মমি করা র‌্যামের (দেখতে ভেড়ার মতো বড় শিং বিশেষ প্রাণী) মাথার সন্ধান পাওয়া গেছে।


দেশটির প্রত্নতাত্ত্বিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মন্দিরে র‌্যাম মাথার সঙ্গে মমি করা ওয়েড, কুকুর, বুনো ছাগল, গরু, গাজেল ও মঙ্গুস পাওয়া গেছে। এগুলো দ্বিতীয় রামসেসের প্রতি অবিরত শ্রদ্ধার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, আবিষ্কারগুলো টলেমাইক সময়কাল পর্যন্ত দুই সহস্রাব্দেরও বেশি সময়ের জ্ঞানকে সমৃদ্ধ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও