পেলে-ম্যারাডোনার পাশে মেসির ভাস্কর্য
লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুরই অর্জন করে ফেলেছেন এই মহাতারকা। এবার আর্জেন্টিনার কিংবদন্তি মেসিকে সম্মান জানিয়ে বিশেষ ভাস্কর্য উন্মোচন করল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।আজ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মান জানাতে কনমেবলের সদর দপ্তরে বিশেষ আয়োজন করা হয়।
এতে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ হাতে মেসির ভাস্কর্য উন্মোচন করা হয়। মেসি নিজেই তার ভাস্কর্য উন্মোচন করেছেন। কনমেবলের সদর দপ্তরে দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার পাশে ঠাঁই হচ্ছে মেসির এই ভাস্কর্য। যেটিতে হাস্যোজ্জ্বল মেসির হাতে শোভা পাচ্ছে বিশ্বকাপ ট্রফি।দক্ষিণ আমেরিকা মহাদেশে এটাই মেসির প্রথম ভাস্কর্য নয়। ২০১৬ সালে আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্সে তার ভাস্কর্য উন্মোচন করা হয়। দুদিন আগে এখানেই দ্বিতীয় দফায় তৃতীয় বিশ্বকাপ জয়ের আনন্দ করেছে আর্জেন্টিনা।
- ট্যাগ:
- খেলা
- বিশ্বকাপ
- ফুটবলার
- ভাস্কর্য
- লিওনেল মেসি