যেভাবে দূর করবেন চুলের তেল চিটচিটে ভাব
গরমে ঘাম জমে তেল চিটচিটে হয়ে যায় চুল। এছাড়া যাদের চুল তৈলাক্ত, তাদের চুল খুব সহজেই তেলতেলে হয়ে যায়। এ ধরনের চুলের যত্নে কী করবেন? জেনে নিন সেটাই।
লেবুর রস
চুলের বাড়তি তেল দূর হওয়ার পাশাপাশি খুশকির সমস্যাও কমে আসবে লেবুর রস ব্যবহার করলে। ২ কাপ কুসুম গরম পানিতে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু শেষে এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।
টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এই এসেনশিয়াল অয়েল মাথার ত্বককে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। ২ টেবিল চামচ বাদাম তেলের সঙ্গে ৬ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই তেল ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।
পেঁয়াজের রস
পেঁয়াজের রস চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পেঁয়াজে থাকা সালফার মাথার ত্বকের বাড়তি তেল ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। ৩ চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ৩০ মিনিট লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- চুলের যত্ন
- চুল পরিচর্যা