উয়েফা ইউরো বাছাইপর্বে ফ্রান্সের সঙ্গে ভালোই লড়ে গেছে আয়ারল্যান্ড। কিন্তু ভাগ্য সহায় হয়নি দলটির। বেনজামিন পাভার্দের একমাত্র গোলে উয়েফা ইউরো বাছাইপর্বে ফ্রান্সের সঙ্গে ভালোই লড়ে গেছে আয়ারল্যান্ড। কিন্তু ভাগ্য সহায় হয়নি দলটির।
বেনজামিন পাভার্দের একমাত্র গোলে তাদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ফ্রান্স। সোমবার রাতে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। একমাত্র গোলটি আসে পাভার্দের পা থেকে। আক্রমণাত্মক শুরু করা ফ্রান্স রক্ষণভাগে ভিড়তেই আইরিশ ডিফেন্ডাররা বাধা হয়ে দাঁড়ায়। প্রথমার্ধে তাই গোলের দেখা পায়নি ফরাসিরা।