ইউক্রেইনের চাষিদের লড়াই এখন মাইনের সঙ্গে

বিডি নিউজ ২৪ ইউক্রেন প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১০:৫৪

রাশিয়ার আক্রমণের পর প্রথম যখন নিজের খামারে এসেছিলেন ওলেক্সান্দর হাব্রিউক, তখন তার চোখে নামে জলের ধারা, রুশ সেনাদের রেখে যাওয়া ধ্বংসচিহ্ন দেখে।


খামারের ভবনগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, লাখ লাখ ডলারের ভারী যন্ত্রপাতির ধ্বংসাবশেষ পড়ে আছে, আর গত বছরের ফসল (গম) দেওয়া হয়েছে পুড়িয়ে। কিন্তু এর চেয়ে বড় পরীক্ষা হাব্রিউকের সামনে- ক্ষেতের প্রায় ১২ বর্গ মাইলজুড়ে পোঁতা স্থল মাইন।


আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চাষের মৌসুম ধরতে ৬৯ বছর বয়সী এই ইউক্রেনিয়ান এখন হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে মাইন সরাচ্ছেন।


সিএনএনের সাংবাদিকের সঙ্গে আলাপে হাব্রিউক বলছিলেন, “আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমাকে বীজ তো বপন করতে হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও