![](https://media.priyo.com/img/500x/https://www.rtvonline.com/image-contents/600x315x0x1/news-photos/2023/03/28/aW1hZ2UtMjE3NTA2LTE2Nzk5NzEwNTAuanBn.jpg?v=1.0.5)
মোবাইল দেখে তারাবির ইমামতি, হাফেজ বহিষ্কার
আরটিভি
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৮:৩৬
বরিশাল নগরীর ব্যাপটিস্ট মিশন রোড এলাকায় একটি মসজিদে মোবাইল দেখে তারাবি নামাজ পড়ানোর ঘটনায় মুসল্লিদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় মসজিদ কর্তৃপক্ষ ওই ইমামকে বাদ দিয়েছেন।
রোববার (২৭ মার্চ) বায়তুল আনোয়ার জামে মসজিদের ক্যাশিয়ার মিল্টন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ওই এলাকার বায়তুল আনোয়ার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় মুসুল্লিরা জানান, মসজিদের হাফেজ জাকির হোসেন মোবাইল ফোন দেখে দেখে তারাবি নামাজ পড়ান। পরে বিষয়টি জানতে পেরে তাকে মসজিদ ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়।