তাকওয়া অর্জনের মাস রমজান
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৯:০০
আরবি ভাষার ছোট্ট একটি শব্দ তাকওয়া। অর্থ আল্লাহভীতি, নিজেকে রক্ষা করা, বেঁচে থাকা ইত্যাদি। পরিভাষায় তাকওয়া বলা হয়, আল্লাহর ভয়ে সব পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে তার সব বিধিবিধান মেনে চলা। আল্লাহকে এমনভাবে ভয় করা যে তিনি আমাকে দিনের আলোতে যেমন দেখছেন, রাতের আঁধারেও ঠিক তেমনি দেখছেন। আমার অন্তরের সুধারণা বা কুমন্ত্রণা সব বিষয়েই তিনি সম্যক অবগত আছেন। আমার যাবতীয় কাজ-কর্মের হিসাব তার সামনে দাঁড়িয়ে দিতে হবে– এমন ভীতি এবং বিশ্বাসের নামই হলো তাকওয়া। বস্তুত তাকওয়ার চর্চার মাধ্যমেই মানুষ পশুত্বের কাতার থেকে মনুষ্যত্বের আসনে সমাসীন হয়।
মাহে রমজান মানবজাতির জন্য এক মহা নিয়ামত। এ মাস তাকওয়া অর্জনের মাস। আত্মশুদ্ধির মাস। গোনাহ মাফের মাস।