ভারতে সোনার দামে সর্বকালের রেকর্ড, নেই ক্রেতা
সোনার বাজারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা ভারত। দেশটিতে সারা বছর সোনার চাহিদা থাকলেও এপ্রিল মাসে তা বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু সম্প্রতি ভারতে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় মুখ ঘুরিয়ে নিচ্ছেন ক্রেতারা। সোনার বাজারে কী ঘটে তা দেখার জন্য অপেক্ষা করছেন তারা। খবর ব্লুমবার্গের।
ভারতে গত সপ্তাহে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়ে ৬০ হাজার ৪৫৫ রুপি (৭৭ হাজার ১১৫ টাকা প্রায়) ছুঁয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। গত এক বছরে দেশটিতে সোনার দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এজন্য বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি এবং ভারতীয় রুপির দরপতনকে দায়ী করা হচ্ছে।
ভারত তার চাহিদার প্রায় সবটুকু সোনাই আমদানির মাধ্যমে পূরণ করে। তাদের সোনা আমদানির সবচেয়ে বড় উৎস সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
ভারতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের আঞ্চলিক প্রধান পি আর সোমাসুন্দরাম বলেন, মানুষের মধ্যে অপেক্ষা করা এবং দেখার প্রবণতা রয়েছে। তারা নিশ্চিত হতে চায়, এটি (সোনার মূল্যবৃদ্ধি) ক্ষণস্থায়ী নয় এবং দাম বাড়তে থাকবে।