চ্যাটজিপিটির প্রলোভন দেখিয়ে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি
ওয়েব ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন। আর তাই এবার ব্রাউজারে ওপেনএআইর তৈরি চ্যাটজিপিটির এক্সটেনশন যোগ করার প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করছে একদল হ্যাকার।
‘চ্যাটজিপিটি ফর গুগল’ নামের এক্সটেনশনটিতে ক্লিক করলে চ্যাটজিপিটি ফর গুগল এক্সটেনশনের আদলে ভুয়া একটি ওয়েবসাইট চালু হয়। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করলেই ফোন বা কম্পিউটারে ক্ষতিকর কোড প্রবেশ করে। পরে ট্রোজান ভাইরাসযুক্ত কোডগুলো ব্যবহারকারীদের ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করে হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়। গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে গত ফেব্রুয়ারি মাসে এক্সটেনশনটি ক্রোম স্টোরে আপলোড করা হয়। ফলে নিরাপদ ভেবে এরই মধ্যে পায় ৯ হাজার ব্যক্তি এক্সটেনশনটি ডাউনলোড করেছেন।
ভুয়া ব্রাউজার এক্সটেনশনের সন্ধান পাওয়ার পর ক্রোম স্টোর কর্তৃপক্ষকে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সাইবার আক্রমণ থেকে নিরাপদ থাকতে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের বদলে নির্মাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ব্রাউজার এক্সটেনশন ডাউনলোডের পরামর্শও দিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেও ওপেনএআইর তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ নামানোর প্রলোভন দেখিয়ে ম্যালওয়্যার আক্রমণ চালিয়েছিল একদল হ্যাকার। তখনো প্রায় একই পদ্ধতিতে ব্যবহারকারীদের ফেসবুক, গুগল অ্যাকাউন্টের আইডি, পাসওয়ার্ডসহ ব্রাউজারে থাকা বিভিন্ন তথ্য চুরি করেছিল হ্যাকাররা।