কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের আগেই দূর হবে মেসতার দাগ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ১৪:৪০

রমজান মাস এসে গেছে, এবার অপেক্ষা ঈদের। ত্বকে মেসতার দাগ নিয়ে অনেকেই চিন্তায় থাকেন।


ঈদের আগেই বিরক্তিকর মেসতার দাগ দূর করতে চাইলে যা করতে হবে- 


মনে রাখতে হবে, মেসতার দাগ দ্রুত যায় না। এর পেছনে সময় দিতে হবে এবং ধৈর্য রাখতে হবে।  


মেসতার বসে যাওয়া দাগ দূর করতে মুলতানি মাটি, চন্দনের গুঁড়া, টক দই ও মধু একত্রে মিশিয়ে নিন। চিনির গুঁড়া ওলিভ অয়েল দিয়ে হালকা মাসাজ করে রেখে দিন, ২০ মিনিট পর পাতলা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন।


সপ্তাহে অন্তত একবার চালের গুঁড়া ও টকদই দিয়ে নিয়মিত মুখে স্ক্র্যাবিং করতে হবে। এতে মুখের অবাঞ্ছিত দাগ অনেকটাই কমে যাবে।


সপ্তাহে দুই দিন দুই চা চামচ চালের গুঁড়া ও একটি ডিম একসঙ্গে পেস্ট করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মেছতা দূর হবে ও একইসঙ্গে ত্বক হবে নরম, কোমল ও উজ্জ্বল।


এছাড়া গোলাপজল ও সমপরিমাণ লেবুর রস এবং শসা অথবা আলুর রস মিশিয়ে তুলার সাহায্যে সেই দাগে লাগাতে হবে। এতে ধীরে ধীরে মেসতার দাগ কমে আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও