নতুন রূপে ফিরছে বাজাজ পালসার ২২০এফ
১৫ বছর পর বাজাজ পালসার ২২০এফ বাইক নতুন রূপে ফিরছে। সেসময় বাজাজের লিজেন্ডারি পালসার মডেল ছিল ২২০এফ। তবে ২০২২ সালের এপ্রিলে এই সেমি-ফেয়ার্ড মোটরসাইকেলটিকে বন্ধ করে দেয় সংস্থাটি। তবে গ্রাহকদের মধ্যে বাইকটির ব্যাপক চাহিদা থাকায় নতুন রূপে নিয়ে আসতে বাধ্য হলো বাজাজ।
২০২৩ বাজাজ পালসার ২২০এফ বাইকটির সঙ্গে ডিজাইনের দিক থেকে আগের বাইকের অনেকাংশেই মিল রয়েছে। বাইকটিতে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে একটি ২২০সিসি সিঙ্গেল-সিলিন্ডার। এছাড়াও থাকছে এয়ার-কুলড, ফুয়েল-ইঞ্জেক্টেড ইঞ্জিন, যা ৮৫০০ আরপিএমে ২০.১১ বিএইচপি এবং ৭০০০ আরপিএমে ১৮.৫ এনএম পিক টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনটি পেয়ার করা হয়েছে একটি ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে।
বাজাজ পালসার ২২০এফ নতুন বাইকটিতে একেবারে বেসিক কিছু আন্ডারপিনিং রয়েছে। এর পিছনে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল গ্যাস-চার্জড শক অ্যাবসর্বার। ব্রেকিং ডিউটির জন্য ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে ও তার সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে সিঙ্গেল-চ্যানেল এবিএস। ফিচার্সের দিক থেকে বাইকটিতে রয়েছে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও তার সঙ্গে অ্যানালগ ট্যাচোমিটার।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন মোটরসাইকেল
- বাজাজ