![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/ukrane-20230327115656.jpg)
ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর
রাশিয়ার সীমান্তে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। রোববার (২৬ মার্চ) রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু ড্রোন ভূপাতিত করার কথা জানান।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল) দূরে কিরেয়েভস্ক শহরে ড্রোনটি ভূপাতিত করা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ড্রোনটি ভূপাতিত করার সময় বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন।
তবে এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি ইউক্রেন। বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন হামলার কথা অস্বীকারও করেছে কিয়েভ। এদিকে, মস্কো ইউক্রেনের বিরুদ্ধে শত শত ড্রোন মোতায়েন করেছে।
মস্কোর আইনপ্রয়োগকারী সংস্থা বলছে, তুলা অঞ্চলের লোকালয়ে ব্যাপক হামলা চালিয়েছে বিস্ফোরকবোঝাই এ ড্রোন। ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি আহত হয়েছে অনেকে। একে ‘টুপলভ- ওয়ান ফোরটি ওয়ান’ ড্রোন হিসেবে শনাক্ত করে ক্রেমলিন। গত ডিসেম্বরেও ওই এলাকায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়ে প্রাণ হারান তিন সামরিক কর্মকর্তা।