চেহারা নয়, পারফরম্যান্সের কারণেই বাদ আফিফ: হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ১৪:০৮

গত দুই বছর জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন আফিফ হোসেন। সীমিত ওভারের ক্রিকেটে একাদশে ‘অটোমেটিক চয়েজ’ হয়ে খেলছিলেন ম্যাচ। টি-টোয়েন্টিতে টানা ৬১ ম্যাচ খেলার রেকর্ডও গড়েন তিনি। কিন্তু হুট করেই তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রবিবার সংবাদ সম্মেলনে তার কথায় স্পষ্ট বোঝা গেলো বাঁহাতি এই ওপেনারের দলে ফেরাটা সহজ হচ্ছে না।  


ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে বাংলাদেশের হয়ে রেকর্ড টানা ৬১ ম্যাচ খেলেছিলেন আফিফ। ওই ম্যাচে তাকে বাদ দেওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে রাখা হয়েছিল। যদিও একাদশে সুযোগ পাননি তিনি। শেষ ওয়ানডের দল ঘোষণার আগে আফিফকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াডেও তাকে রাখেনি টিম ম্যানেজমেন্ট। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও