আইপিএলে যাওয়া নিয়ে দোটানায় সাকিব
অনেক বছর পর এবার তিনজন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইপিএলে। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে মুস্তাফিজুর রহমানকে। সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে নিলাম থেকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ভারত হওয়ায় গুরুত্বপূর্ণ এ তিন ক্রিকেটার আইপিএলের পুরো মৌসুম খেলতে পারলে জাতীয় দলের জন্যই ভালো হতো।
এনওসি জটিলতায় সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। বিসিবির এই সিদ্ধান্তে মনঃক্ষুণ্ন ক্রিকেটাররাও। গুঞ্জন আছে, লিগের প্রথম থেকে এনওসি না দেওয়ায় আইপিএল থেকে সমঝোতার ভিত্তিতে নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডারের কয়েকজন ঘনিষ্ঠজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, আইপিএলে যাওয়া না যাওয়া নিয়ে দোটানায় পড়েছেন সাকিব।খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব আশা করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ শেষ করেই কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার সুযোগ করে দেবে বিসিবি।