রোজা রাখলো ৭ বছরের মিশেল, রাখবে ছোটবোনও
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১৪:৫৭
‘যেমনটা ভেবেছিলাম, তার চেয়েও সহজ’- জীবনে প্রথমবার সারাদিন রোজা রাখার পর এমনটাই অনুভূতি সাত বছর বয়সী মিশেলের। আর তাকে দেখে আত্মবিশ্বাসী পাঁচ বছর বয়সী মায়েজাহও। মিশেলের মতো তার ছোটবোনও খুব শিগগির রোজা রাখতে চায়। ভারতীয় বংশোদ্ভূত পরিবারটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা। সেখানেই প্রথমবার রোজা রেখেছে মিশেল।
তার মা মেহনাজ খালিজ টাইমসকে জানান, সেহরিতে খাসির পোলাও রান্না করেছিলেন তিনি, যেন সারাদিন রোজা রাখলেও মিশেলের শরীরে পুষ্টির অভাব না হয়। শিশুদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। তবে বড়দের অনুকরণে অনেক বাচ্চাই রোজা রাখতে চায়। রোজা রাখা কঠিন ছিল না জানিয়ে মিশেল বলে, সময় খুব দ্রুত কাটছিল। আমরা যারা রোজা ছিলাম, স্কুলের বিরতির সময় সবাই অন্য কক্ষে চলে গিয়েছিলাম।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রোজা
- রোজার শিক্ষা