গরু বিক্রি করে দিচ্ছেন উদ্যোক্তারা
প্রথম আলো
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১৩:৩৫
উচ্চমাধ্যমিক পাস করে তারিফুল ইসলাম উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। তাই চাকরি-বাকরির দিকে না ছুটে নিজের বাড়িতেই গরুর খামার গড়ে তোলেন। দুই ভাই মিলে ‘তারিফ ডেয়ারি ফার্ম’ নামে গরুর খামার করেন। তা–ও ১৮ বছর আগের কথা।
খামারটিতে বর্তমানে ৩৬টি দুধেল গাভিসহ ৬৬টি গরু রয়েছে। তাতেও নাকি পোষাচ্ছে না। তারিফুল বলেন, গোখাদ্যের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সেই তুলনায় দুধের দাম বাড়েনি। যে কারণে খামারের গরু কমিয়ে লোকসান সামাল দিতে হচ্ছে।