 
                    
                    নওগাঁ-২: সাবেক হুইপই ভরসা আ.লীগের
ভারতীয় সীমান্তঘেঁষা ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। জেলার গুরুত্বপূর্ণ এই আসনে এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী কারা হচ্ছেন, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে জল্পনাকল্পনা।
আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে গত তিন মেয়াদে এ ঘাঁটি আওয়ামী লীগের দখলে। ফলে এখানে ব্যাপক প্রভাব তৈরি হয়েছে ক্ষমতাসীন দলটির। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের পর নির্বাচনে অংশ নিলে নিজেদের হারানো সেই ঘাঁটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                