লিগেসি ভেরিফায়েড ব্যাজ অপসারণ করবে টুইটার
বণিক বার্তা
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ০৯:০০
আগামী সপ্তাহ থেকে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে তথাকথিত লিগেসি ভেরিফায়েড চেক মার্ক অপসারণ শুরু করবে টুইটার। মূলত পেইড সাবস্ক্রাইবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট ব্যক্তিদের এ পরিষেবা প্রদানের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।
সম্প্রতি দেয়া এক টুইট বার্তায় সানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি ১ এপ্রিল থেকে লিগেসি ভেরিফিকেশন ব্যাজ বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে। গত বছরের শেষ দিকে প্লাটফর্মটির মালিকানা হাতে নেয়ার পর ইলোন মাস্ক এ পদ্ধতিকে দূষিত আখ্যা দিয়েছিলেন। সে সময় নীতিমালা পরিবর্তনের যে ঘোষণা দেয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ দ্রুত সময়ে বাস্তবায়ন করা হচ্ছে।