You have reached your daily news limit

Please log in to continue


‘যক্ষ্মা’ রোগ নিয়ে এই ৫ ভুল ধরণাকে আজও অনেকে সত্যি ভাবেন

যক্ষ্মা একটি ব্যাক্টেরিয়া বাহিত রোগ। মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস নামে এক ব্যাক্টেরিয়া যখন কারও শ্বাসযন্ত্রকে সংক্রমিত করে তখন সে যক্ষ্মা রোগে আক্রান্ত হন। কোভিডের মতো এর জীবাণুও বাতাসে ভেসে বেড়ায় ড্রপলেটের মাধ্যেমে। আর তা শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায়।

একজনের হাঁচি-কাশি থেকে অন্যের শরীরে সহজেই ছড়িয়ে পড়তে পারে এই জীবাণু। তাই আমাদের সকলকেই সাবধান থাকতে হবে। এড়িয়ে চলতে হবে রোগের ফাঁদ। তাই সচেতন হন। তবে বিশেষজ্ঞদের মতে, সচেতনতা তো দূর, যক্ষ্মা রোগ নিয়ে এখনও কিছু ভ্রান্ত ধারণাকে সত্য়ি ভেবে বসে রয়েছেন অনেকে। তাই ঝটপট এই প্রতিবেদনটা পড়ে নিয়ে ভুল ধরণাগুলি কী কী সে সম্পর্কে জেনে নিয়ে নিজেও সাবধানে থাকুন, পরিবারের বাকিদেরও সাবধানে রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন