সৌদি-ইরান সম্পর্ক টেকসই হবে কি
সৌদি-ইরান সম্পর্কে নাটকীয় উন্নয়ন ঘটেছে। দুই দেশ সাত বছরের দূরত্ব ঘুচিয়ে কাছে আসার-পাশাপাশি থাকার প্রতিশ্রুতি দিয়েছে, যার অংশ হিসেবে রাজধানী রিয়াদ ও তেহরানে শিগগিরই দূতাবাস খোলা হবে। বাস্তবিকই যদি মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দুটি দেশের মধ্যে বন্ধুপ্রতিম ও ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক বজায় থাকে, তা হলে ওই অঞ্চলের অন্য দেশগুলো তাদের নিজেদের প্রয়োজনে এই ‘আমব্রেলা’ বা ছায়ার নিচে আসতে উদ্বুদ্ধ হবে।
পরিস্থিতিও তাদের সেদিকে বাধ্য করবে। সত্য সত্যই যদি এমনটা হয় তা হলে বিশ্ব অর্থনীতির ভরকেন্দ্র হয়ে উঠবে মধ্যপ্রাচ্য। যার নেতৃত্ব দেবে ইরান ও সৌদি আরব। এমনটা হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ অর্থনীতি যার নিয়ন্ত্রণে নেতৃত্ব তার নিয়ন্ত্রণেই যাবে এটাই স্বাভাবিক ও সঙ্গত।