ঢলের অপেক্ষায় জেলেরা

প্রথম আলো হাতীবান্ধা প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১৭:৩২








তিস্তা নদীতে পানি নেই বললেই চলে। ফলে নদীতে মাছও পাওয়া যায় না। উজান থেকে ঢল নামলে মাছ মিলবে, মাছ মিললে জেলেদের মুখে হাসি ফুটবে। সেই ঢলের আশায় আছেন স্থানীয় জেলেরা। 


লালমনিরহাটের হাতিবান্ধার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প। গত সোমবার দুপুরে ওই এলাকা ঘুরে তিস্তা নদীর পানিস্বল্পতা চোখে পড়ে। ব্যারাজের উজানে জেগে উঠেছে বালু চর। ভাটিতেও বালুচর। ব্যারাজের ভাটিতে মাছ ধরার নৌকাগুলো ডাঙায় তোলা। অনেক নৌকা বালুচরে উল্টো করে রাখা। নদীর পারে তাঁবু করে আছেন জেলেরা। সেখানে থেকে শুকিয়ে যাওয়া নদীর স্বল্প পানিতে মাছ ধরার চেষ্টা করেন অনেকে। কিন্তু মাছ মিলছে কম। তাতে যা আয় হয়, তা দিয়ে সংসার চালানো দায়।








সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও