You have reached your daily news limit

Please log in to continue


আলাউদ্দীন বাবুর হ্যাটট্রিক

অবশেষে দায়মুক্ত আলাউদ্দীন বাবু! ব্যর্থতার ষোলোকলা পূরণের অনেকদিন পর এবার কৃতিত্ব, সাফল্য আর অর্জনের মালা গলায় পড়লেন।

আজ বুধবার বিকেলে বিকেএসপির ৪ নম্বর মাঠে দারুণ এক হ্যাটট্রিক করেছেন এ মিডিয়াম পেসার। রুপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে এক ওভারে পর পর তিন বলে ৩ উইকেটের পতন ঘটিয়েছেন তিনি।

আলাউদ্দীন বাবুর প্রথম শিকার ছিলেন গাজী গ্রুপের হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহান লেগবিফোর উইকেট হন। আর দ্বিতীয় বলে আউট হন
অমিত মজুমদার। তিনি উইকেটরক্ষক ইমরানউজ্জামানের গ্লাভসে ধরা পড়েন। তৃতীয় ও শেষ বলে আলাউদ্দীন বাবুর হ্যাটট্রিকের শিকার হন ভারতীয় ব্যাটার টি রবি তেজা। তিনি বোল্ড হন।

ঢাকার ক্লাব ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি তার। পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দীন বাবুর এক ওভারে জিম্বাবুইয়ান এল্টন চিগুম্বুরার ৬ ছক্কাসহ ৩৯ রান আছে। সেটাও ঢাকা প্রিমিয়ার লিগে, ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে।

এক ওভারে ৬ ছক্কা হজম করে এখনও বদনামের ভাগিদার হয়ে আছেন আলাউদ্দীন বাবু। দীর্ঘদিন পর সে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে একটা সাফল্যর ফলক স্পর্শ করলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন