কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একদিন পর ফের পুঁজিবাজারে দরপতন

ঢাকা পোষ্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১৬:০৮

একদিন পর ফের দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২২ মার্চ) শেয়ার বিক্রির চাপে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩২ পয়েন্ট।


সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। একইসঙ্গে কমেছে লেনদেনও। এর ফলে মঙ্গলবার উত্থানের পর বুধবার বাজারে ফের দরপতন হলো।


সপ্তাহের প্রথম দুই কর্মদিবস রোববার ও সোমবার দরপতন হয়েছিল। এ নিয়ে চলতি সপ্তাহের প্রথম চার কর্মদিবসের মধ্যে তিন কর্মদিবস দরপতন দেখল পুঁজিবাজার।


ডিএসইর তথ্যমতে, আজ বুধবার শেয়ার বিক্রির চাপে দিনভর সূচক পতনের মধ্যদিয়ে লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট ৪ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ১২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকা।


এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন কিছুটা কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও