এ বছর ইউক্রেইনে ‘ফসলের উৎপাদন কম হবে’
রাশিয়ার অভিযানের কারণে তুলনামূলকভাবে কম জমিতে শস্য বোনায় গত বছরের ৫ কোটি ৩১ লাখ টন থেকে কমে এবার প্রাপ্ত ফসলের পরিমাণ ৪ কোটি ৪৩ লাখ টন হতে পারে বলে ধারণা দিয়েছে ইউক্রেইনের কৃষি মন্ত্রণালয়।
সোমবার চলতি বছরের ফসলের উৎপাদন নিয়ে তাদের এই অনুমানিক হিসাব প্রকাশিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এবার এক কোটি ৬৬ লাখ টন গম, দুই কোটি ১৭ লাখ টন ভুট্টা ও ৪৮ লাখ টন যব মিলতে পারে, বলেছে ইউক্রেইনের কৃষি মন্ত্রণালয়।