![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-03%2F4dae54d7-675b-40db-a48b-6a472909912c%2Fgames_netflix_210323_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
লাইব্রেরিতে আরও ৪০ গেইম যোগ করার পরিকল্পনা নেটফ্লিক্সের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ১৭:২৩
২০২৩ সালে নিজেদের মোবাইল গেইমিং সংগ্রহে আরও ৪০টি গেইম সংযুক্ত করার পরিকল্পনা করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
নিজস্ব গেইমিং লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমের গতি কমানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না নেটফ্লিক্সের মধ্যে। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট বলছে, কোম্পানিটি অন্তত এমন একটি গেইম নিশ্চিত করতে চায়, যা প্ল্যাটফর্মের ২৩ কোটি গ্রাহকের প্রত্যেকেই উপভোগ করতে পারেন।
সম্প্রতি কোম্পানির মোবাইল গেইম লাইব্রেরিতে ‘ভ্যালিয়ান্ট হার্টস: কামিং হোম’ ও চমকপ্রদ ‘হাইওয়াটার’ নামের গেইম দুটি যুক্ত করার পর এতে এখন সব মিলিয়ে ৫৫টি গেইম রয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গেইমিং
- গেমস
- নেটফ্লিক্স