দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : সাধ্যের মধ্যে কোনটা?
পণ্যমূল্যের লাগাম ছুটে গেছে বহু আগেই। এখন ছুটছে বল্গাহীন পাগলা ঘোড়ার মতো। মন্ত্রী তো বলেই দিয়েছেন, মুরগির দাম সহসা কমবে না। ওদিকে আবার মুরগি খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক খামারি নাকি উৎপাদন বন্ধ করে দিয়েছেন!
মাংসের দামে আগুন। বিক্রি হচ্ছে আড়াইশো গ্রাম করে। এটা নিয়ে আবার কেউ কেউ আদিখ্যেতা করছেন। কেন গ্রাম হিসেবে মাংস কিনতে হবে? এখানে আমার একটু দ্বিমত আছে। গ্রাম হিসেবে বিক্রি হওয়াকে আমি কোনো মতেই নেতিবাচক হিসেবে দেখি না। আমার কাছে আপত্তির বিষয় হলো—অস্বাভাবিক দাম বৃদ্ধি।