সেতুমন্ত্রীর পদত্যাগ করা উচিত: বিএনপি

প্রথম আলো প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ১৪:০৫

মাদারীপুরের শিবচরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানিসহ সব দায় নিয়ে সেতুমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে মনে করে বিএনপি। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভায় এই অভিমত জানানো হয়। সভায় সেতুমন্ত্রীর পদত্যাগের দাবিসহ গৃহীত আরও কিছু সিদ্ধান্তের বিষয় আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো হয়।


বিএনপির স্থায়ী কমিটি মনে করে, এই দুর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ সম্পূর্ণ দায়ী। এই মর্মান্তিক দুর্ঘটনার সব দায় নিয়ে সেতুমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।


দলটির স্থায়ী কমিটির সভায় বলা হয়, ১৯ মার্চ পদ্মা সেতুর শিবচর প্রান্তে বাসের ফিটনেস সার্টিফিকেট না থাকা সত্ত্বেও এবং বাসটির রুট পারমিট বাতিল হওয়ার পরেও মহাসড়কে যাত্রী পরিবহন করে। এতে ভয়াবহ দুর্ঘটনায় ২১টি প্রাণ ঝরে যায়।


এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটি গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে। দলটি এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায়।


স্থায়ী কমিটির সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকার দলীয় আইনজীবী ও পুলিশের ন্যক্কারজনক হামলা, মামলা নিয়েও আলোচনা হয়। সভা মনে করে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ক্ষমতাসীনদের এই আচরণ প্রমাণ করেছে, অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও