তৃতীয় ওয়ানডের দলে নেই আফিফ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ১৪:০৬

সিলেটে চলমান সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের ১৬ জনের দল ঘোষণা করা হয়েছিল। সেখানে আফিফ হোসেনের নাম থাকলেও এখন পর্যন্ত একাদশে স্থান হয়নি তার। শেষ ওয়ানডের আগে আকস্মিকভাবে জানা গেলো, তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে বিসিবি দল দিলে দেখা যায়, আফিফের সঙ্গে পেসার শরিফুল ইসলামকেও বাদ দেওয়া হয়েছে। 


বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিলে নির্বাচক হাবিবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেছেন, বিশেষ কোনও কারণে তাকে বাদ দেওয়া হয়নি। বরং এই অবস্থায় দল ছন্দে আছে বলেই তাকে খেলানোর সুযোগ নেই, ‘ইনজুরির কথা বিবেচনা করে ১৬ জনের দল দেওয়া হয়েছিল। এখন আর সেই শঙ্কা নেই। আফিফকে যেহেতু একাদশে রাখা যাচ্ছে না। তাই তাকে বসিয়ে না রেখে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে সে প্রিমিয়ার লিগ খেলবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও