You have reached your daily news limit

Please log in to continue


চীনের কাছে তেল বিক্রিতে সৌদিকে ছাড়িয়ে গেল রাশিয়া

চীনের কাছে তেল বিক্রিতে সৌদি আরবকে ছাড়িয়ে গেল বছরব্যাপী যুদ্ধের মধ্য থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া।

এ বছরের প্রথম ২ মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনে ১৫ দশমিক ৬৮ মিলিয়ন টন তেল রপ্তানি করেছে রাশিয়া। এর অর্থ হচ্ছে দিনে রাশিয়া ১৯ লাখ ৪০ হাজার ব্যারেল তেল চীনে পাঠিয়েছে। গতকাল সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

গত বছরের রাশিয়া ও ইউক্রেনের মধ্য যুদ্ধ শুরুর পর থেকেই নানা নিষেধাজ্ঞার মধ্য পড়ে রাশিয়া। এর মধ্য অন্যতম তেল বিক্রিতে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার মধ্য রাশিয়া থেকে চীন ও ভারত সবচেয়ে বেশি কম দামে তেল কেনে।

২০২২ সালের একই সময়ে রাশিয়া থেকে চীনে প্রতিদিন তেল রপ্তানি করত ১৫ লাখ ৭০ হাজার ব্যারেল।

এ হিসাবে গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছরের প্রথম ২ মাসে চীনে রাশিয়ার তেল রপ্তানির পরিমাণ বেড়েছে শতকরা ২৩ দশমিক ৮ ভাগ। সৌদি আরব থেকে চীন এই ২ মাসে আমদানি করেছে ১৭ লাখ ২০ হাজার ব্যারেল তেল। গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সৌদি আরব থেকে চীন প্রতিদিন ১৮ লাখ ১০ হাজার ব্যারেল তেল আমদানি করেছিল।

গত বছর চীনে তেল সরবরাহকারী দেশ দ্বিতীয় প্রধান দেশ ছিল রাশিয়া। গত বছর রাশিয়া থেকে চীনের তেল রপ্তানি করা হয়েছে ৮৬ দশমিক ২ মিলিয়ন টন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন