![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-03%252F2dce5b9a-b8b7-4edc-b451-88ecbe1474c5%252Fgoogle_photos_google.jpg%3Frect%3D40%252C0%252C1120%252C630%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
গুগল ফটোজে লক ফোল্ডার তৈরি করবেন যেভাবে
বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনেই গুগল ফটোজ অ্যাপ বিল্টইনভাবে যুক্ত করা থাকে। অনলাইনে ছবি বিনিময়ের জনপ্রিয় সুবিধাটিতে ছবি সংরক্ষণের পাশাপাশি সেগুলো বিভিন্ন জায়গায় পাঠানোও যায়। চাইলেই গুগল ফটোজে লক ফোল্ডার তৈরি করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ ছবি নিরাপদে সংরক্ষণ করা সম্ভব। আঙুলের ছাপ দিয়ে লক ফোল্ডার চালু করতে হওয়ায় পাসওয়ার্ড চুরি হলেও ছবি নিরাপদে থাকে। অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল ফটোজে লক ফোল্ডার চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।
গুগল ফটোজে লক ফোল্ডার তৈরির জন্য প্রথমে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর প্রদর্শিত পেজের লাইব্রেরি অপশনে ট্যাপ করে ইউটিলিটিজ নির্বাচন করতে হবে। এবার সেটআপ লক ফোল্ডার নির্বাচন করে আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাই করতে হবে। পরিচয় যাচাইয়ের পর মুভ আইটেমস বাটনে ক্লিক করে ব্যক্তিগত ছবি বা ভিডিও নির্বাচন করলেই সেগুলো ফোল্ডারটিতে জমা হবে। চাইলে ডান দিকের ওপরে থাকা ফটো প্লাস আইকনে ক্লিক করেও ছবি ফোল্ডারটিতে জমা রাখা যাবে। পরবর্তী সময়ে ইউটিলিটিজ অপশনের নিচে স্ক্রল করে লকড ফোল্ডারটি ব্যবহার করা যাবে।