You have reached your daily news limit

Please log in to continue


ইংল্যান্ড দল থেকে নাম প্রত্যাহার রাশফোর্ডের

মার্চের আন্তর্জাতিক বিরতিতে ইউরো-২০২৪ আসরের বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে গেল আসরের রানার্স আপ ইংল্যান্ড। ওই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়ার্ড থেকে নাম প্রত্যাহার করেছেন দুর্দান্ত ছন্দে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডে স্ট্রাইকার মার্কোস রাশফোর্ড। 

এফএ কাপের ম্যাচে ইনজুরিতে পড়েছেন তিনি। সেজন্য নাম প্রত্যাহার করেছেন রেড ডেলিভসদের নাম্বার টেন। এছাড়া ইনজুরির কারণে চেলসির মিডফিল্ডার ম্যাসন মাউন্ট নাম প্রত্যাহার করেছেন। ইংল্যান্ড দলে ডাক পাওয়া নিউক্যাসল ইউনাইটেডের গোলরক্ষক নিক পোপও নাম ছিটকে গেছেন। 

গত আসরের ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ২৩ মার্চ মাঠে নামবে ইংল্যান্ড। এরপর ঘরের মাঠে ইউক্রেনের  মুখোমুখি হবে থ্রি লায়ান্সরা। সেজন্য ২৩ জনের দল ঘোষণা করেছিলেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। তিনজন ইনজুরিতে ছিটকে গেলেও তাদের বিকল্প খেলোয়াড় ডাকেননি তিনি। 

ইংল্যান্ডের দল: গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল। 

ডিফেন্ডার: বেন চিলওয়েল, এরিক ডায়ার, মার্ক গুইহি, রিচ জেমস, হ্যারি মাগুইরা, লুক শ’, জোন স্টোনস, কিয়েরন ট্রিপিয়ার, কাইল ওয়াকার। 

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কনোর গালাঘার, জর্ডান হ্যান্ডারসন, জেসন ম্যাডিসন, কেলভিন ফিলিপ, ডিক্লান রাইস। 

ফরোয়ার্ড: ফিল ফোডেন, জ্যাক গ্রেলিস, হ্যারি কেন, বুকোয়াকা সাকা, ইভান টনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন