সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জামানত হারাবে: আমির খসরু

সমকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১৭:০২

সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবে না এটা পরিষ্কার। কারণ তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে সারাদেশে তাদের জামানত খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এর পাশাপাশি তাদের সকল অপকর্মের বিচার হবে। এ থেকে পরিত্রাণ পেতেই তারা বারবার সংবিধানের দোহাই দিচ্ছে।


আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


খসরু বলেন, আজ তারা প্রশাসনকে ব্যবহার করে দেশের প্রত্যেকটি এলাকায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে। 


নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যদি দেশটিকে থাকে, গণতন্ত্র টিকে থাকে, দল টিকে থাকে তাহলে পদ পদবী পাওয়া যাবে। কিন্তু যদি দেশ ও গণতন্ত্র টিকে না থাকে তাহলে পদবী দিয়ে কী হবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও